শোকাতুর মা (১৯৯৩)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৭-১২-২০২২
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°


বছর ঘুরে এলোরে ফিরে
স্মৃতির বিজয় মাস,
স্মৃতির পাতা উল্টাতে মায়
ফেলে যে দীর্ঘশ্বাস।


যাবার কালে পই পই করে
বলেছিলে স্বাধীন চাই,
প্রাণ গেলেও আনব স্বাধীন
কেঁদো না মাগো তাই।


একাত্তরের ওই রণাঙ্গনের
বুলেট বোমার  তরে,
সেই যে গেলো দাদুর জীবন
আসল না আর ফিরে।


বিজয়ের মাসের সেই না স্মৃতি
ভুলিতে নারে পারি,
সব দেহটা লাল রক্তে রঞ্জিত
কষ্টে পুড়ে যাচ্ছে নাড়ি।


কাহারো অধিনে লড়াই করে
বিলিয়ে দিয়ে জান,
সূর্য  সন্তান সোনার বাংলায়
রেখে গেলো যে মান।