ছলনার অন্তরালে
   এম,এ,সালাম
    ০৯-০৪-২১
--------------------------
যারা সত্যকথা গোপন রাখে
  মিথ্যে দিয়ে করে শুরু,
তাদের ভাগ্যে সুখ দূরে থাক
  জীবন দুঃখ দিয়ে শুরু।


যে কথার অস্তিত্ব নেই রে
  যা হয় নিছক ছলনা,
অন্যেকে ভালবাসতে হলে
  মিথ্যার প্রশ্রয় লাগে না।


নিজের যা তাই তো সত্য
  কখনো মিথ্যা বল না,
এ কথা জেনে শুনে কেন?
  মন নিয়ে কর ছলনা ?


মন থেকে কাউকে ভালবাসলে
  আসল হোক প্রকাশিত,
ছলনা দিয়ে আসল ঢেকে রেখে
   নিজকে কর না আলোকিত।


পাতানো জালে নিজেই তুমি
     একদিন পড়বে ধরা,
নিজেকে সু চতুর ভেবো নারে
    ধরাকে ভেবো না সরা।


তুমি ভেবে দেখো ছলনা দিয়ে
   মন পাওয়া যায় না,
মিথ্যা দিয়ে আসলকে ঢেকে
প্রেম ভালোবাসা হয়না।


সতত কথা বলিবে ভেবে চিন্তে
   যে কথা যাবে রাখা,
মিথ্যের ফাঁদে আশা জাগিয়ে
   দিও না কাউকে ধোঁকা।


আবেগ বশতঃ কত যে বলো
  সত্যটা কেউ খুঁজে  না,
সত্য যে দিনের আলোর মত
  এই বাক্য কেউতো বুঝে না।