সমালোচনা (১৮৯৪)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১০-০৯-২০২২
______________________
আয়নাতে নিজেকে দেখে
অন্যের দোষ বলুন,
ব্যঁকা চোখে নিজেকে দেখে
সোজা হয়ে চলুন।


চালৌন যদি সুঁচের ফুঁটার
সমালোচনা করেন,
তার মাথে জ্ঞানের ভাণ্ডার
কত আছে ধরেন?


বোমা মারলে কয় না কথা
ভান্ডার শব্দের নাকি,
তার থেকে অনেক শিখছি
অনেক আছে বাকি।


চায়ের আড্ডায় সমালোচনা
অন্যের মেয়ের করেন,
নিজের মেয়ের চেহারাটা
আয়নায় তুলে ধরেন।


আত্ম সমালোচনায় মাঝেই
মনের তৃপ্তি মিলে,
শুনছো তুমি মানুষের কাছে
কান নিয়েছে চিলে।


অপরের মেয়ের সমালোচনা
কেমন করে যে করে?
শ্রীহীন একটি কুৎসিত মেয়ে
আছে যাহার ঘরে।