সময় ও জীবন (১৮৩৯)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৭-০৭-২০২২
=====================
সময় বড় না জীবন বড়
একটু ভেবে দেখো,
এই জীবনের মূল্য দেয়া
একটু তুমি শেখো।


তুমি সময়কে বাঁচার জন্য
পথ চলো গাড়িতে,
বন্ধুর পথে জীবন  মিছে,
জীবন যাবে আড়িতে।


সময় গেলে  পাওয়া  যাবে
জীবন গেলে পাবে না,
কঠিন পথ সহজ ভেবেই
গাড়িতে তুমি যাবে না।


তুমি জীবনের সাথে সময়ের
তুলনা করে চলো না,
অসামাজিক কথা ও কাজ
ডিজিটাল যুগেয বলো না।