সময়ের আস্ফালন(১৯০৩)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৯-০৯-২০২২
==================
পথ হারা তুই পথের পথিক
আয়রে পথে ঘুরে,
সময়ের সিগনাল দিছে তোরে
থাকিস নারে দূরে।


সরে গেছে যে ঘোর অন্ধকার
উঠছে রবির আলো,
ফুল ফুটেছে বাগ বাগিচায়
মনের আলো জ্বালো।


সানাই বাজবে কানাই নাচবে
আনন্দে আত্মহারা,
মন ভাঙ্গা সব স্বজনের জীবন
থাকবে না মন হারা।


আশা মিটিয়ে পুষিয়ে দিবে
সেদিন নয় তো দূরে,
একে অপরের সুখ দুঃখ সব
যাবে ভালোবাসায় ঘুরে।