সোনালী রোদ্দুর
  এম,এ,সালাম
    ১৮-০২-২১
----------------------------------------
ঘূর্ণিঝড়ের  রাতে যখন কুঁড়ে ঘরে থাকি,
কেমন করে বলো আমি মনকে বুঝিয়ে রাখি।
নাজুক লাজুক ঘর হওয়াতে কেপে উঠে বুক
ঝড়ের রাতে কুঁড়ের ঘরে পাই না কোন সুখ।
সাহস নিয়ে বেঁধেছি বুক দীঘল ঝড়ের রাতে,
আমরা ছাড়া আপন কেহ নেই যে মোদের সাথে।
মেঘের মাঝে বিজলি চমকায় বজ্রপাত কানে শুনি
সাহসের বুক চিরেও আবার মাঝে প্রমাদ গুনি।
মনের কোনে সাহস নিয়ে নির্ঘুমে রাত কাটাই
আশার মশাল জ্বালিয়ে দিয়ে হতাশা করি ছাটাই।
বলাই বনে শিয়াল ডাকে বাঁশ ঝাড়ে ঝিঝি পোকা
চোরা এসে চুরি করে দুঃস্থদের বানায় বোকা।
ঝড়ের পরে বৃষ্টি নামে পৃথিবী  কাপে থরে থরে
কুঁড়ের ঘরে আকাশ  হতে বৃষ্টির পানি পড়ে।
ঘর গুছিয়ে কোন রকম রাত পাড় করে ভোর,
খুব সকালে আঙিনায় দেখি সোনালী রোদ্দুর।