সোনালী শরত শেষে (১৯৮৫)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১২-১২-২০২২
======================
আজি হেমন্তের বিদায়ী আকাশ
জোছনা প্লাবিত রাত,
কি অপরূপ ঝিরঝির ঠান্ডা হাওয়া?
গাঁয়ের শ্যামল প্রসাদ।


ওই কাশের ফুলের মাথা ধুলিতেছে
বাতাসে নেচে গেয়ে যায়,
পাখীর কলতান বাতাসের হিল্লোল
আবেগে মন-প্রাণ ছুটে যায়।


বিল ঝিলে সাদা গুজি বকের সারি
উড়ে যায় আপন মনে,
ঠোঁটে ওৎ পাতিয়া চুনা পুটি ধরে
ছুটে বক ছানার সনে।


আজ শরতের রাতে সুনশান নিরবতা
পূর্ণচাঁদ পশ্চিমের পাটে,
শিয়ালের ডাক মাঠে জঙ্গলে হাক
গাছে জোনাকিরা হাটে।


জানালার পাশে ফুটেছে  গোলাপ
বেলীর গন্ধে পাগলপাড়া,
গাঁদা ফুলের সারি সারি পাপড়িতে
জোনাকি দিয়েছে সাড়া।


উদবাস্তু নীড়হারা কত পথ  শিশুরা?
শীতের বস্রহীনে দিশেহারা,
কত শরৎ আসে যায় জীবন সায়াহ্নে
মন না বুঝার ভানে কড়কড়া।


জীবন থেকে হারিয়ে যায় কত শরৎ?
মধুর গোধুলি লগ্নের বেলায়,
ঢেউ খেলে জীবনের প্রতিটি পরতে
সবুজ শ্যামলের উর্মিমালায়।