সন্দেহ কেটে গেল
     এম,এ,সালাম
      ১৬-০৫-১৮


কসম কেটে বলেছি আমি-
      তোমায় আর জ্বালাব না,
না বুঝিয়া করেছি অভিমান
      তুই যে আমার জানের জান।


কোন সময় তোমায় কাঁদাব না-
      সতত করব না যে রাগ,
অবুঝ মনে বাজুক যতই
      সন্দেহেরই তীক্ষ্ণ শাঁখ।


ভুল বুঝিয়া করেছি কত-
    অপমান আর নির্যাতন,
এখন থেকে আর দিব না
    সোনা দুঃখ আর জ্বালাতন।


মনের কোনের ঘোর কেটেছে-
       শান্ত  হল মনটা,
কথায় কথায় রাগ করব না
     ওগো আমার জানটা।


সারা জীবন থাকিতে চাই-
     দু'জনে মিলে মিশে,
সন্দেহের ওই তীক্ষ্ণ তীরটা
     আর যেন না পিষে।