সোনার মত রঙ(২৩০৩ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৫-১০-২০২৩ ইং
====================
কোনটা আসল কোনটা নকল
অবিকল সোনার মত?
ওই কয়লা ধুইলে ময়লা যায় না
মন ধুইলে যায় না ক্ষত।
সোনা কাঁসা পিতল ঘষামাজায়
বাহ্যিক চেহারাটা ফুটে,
মন ঘষামাজা করলে,ক্ষত বাড়ে
আসল উদ্দেশ্যে টুটে।
প্রেম ভালোবাসার বিনিময় কি
ব্যাংক ব্যালেন্সের নোট?
নাকি সুন্দরী নারীর প্রেমালাপন
না সুদর্শন গোলাপি ঠোঁট।
বিলাসী পুরুষের টাকার চক্করে
মনের গাড়ির চাকা ঘোরে,
সোনার মত,মনের রঙ থাকিলে
ঘষন মাজন লাগে তারে।