সঙ্গীর চালা চক্কর (২৩০০ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২২-১০-২০২৩ ইং
=================
বিপদ দেখে দূর দূর করে
কেটে পরলেন সবে,
আমার থেকে ফুলের ঘ্রাণ
নিয়েছিলে না কবে?
সঙ্গী ছিলেন আপন হয়েই
এখন কেন এত ভঙ্গি?
স্বার্থটা এখন ফুঁড়িয়ে গেছে
তাই নয় এখন সঙ্গী।
খাওয়াতে পারলে সুস্বজনের
পাশে অভাব থাকে না,
এই দুঃসময়ে আমার মুখটি
আর কেউ তো দেখে না।
যারা আদর্শের লাগি সারাক্ষণ
আমার সাথেই ছিলেন,
তারা এখন স্বার্থের লাগিয়া
যেন অভিনয়ের ভিলেন।
এখন যাদের পাশে দেখতেছেন
পড়ে তারাও থাকবে না,
দূর দূর করে সবাই যে যাইবে
আপনাকেও চিনবে না।
আপনার কারনে বাড়ি গাড়ি
সঙ্গীরা কে করলেন কত?
তাদের এখন পাশে পাবেন না
আব্বা ডাকিলেও শতশত।