শঙ্কাহীন পথে ছুটছি লড়াই চলছে-
   অরাতি কিলবিল করছে,
কখন কোন দিক থেকে হানা দেয়
   সায়ংকালে সম্ভাবনার মাত্রা প্রখর।


যুদ্ধক্ষেত্রে ভীতুরা সংকোচে করবে-
     যারা নির্ভীক মৃত্যুকে সতত,
পরোয়ানা করবে না, সব কিছু ফেলে
   এগিয়ে চলবে হারানো ঐতিহ্য
ফিরে পেতে।


সাহসীরা সব লজ্জা পরিহার করে-
    কর্দমাক্ত পথে ছুটে চলে অবিরাম,
কাটার আঘাত মানিয়ে নিয়ে
   নিঃসংকোচে সামনে ধাবমান।


রক্তপাতের আসু পদক্ষেপ --
    কোন নির্ভীক জনতার সাহস
  বীরত্বের  মন কুঠিরে যতই বাধা প্রদান করে  
একবিন্দু রক্ত থাকতকোনসংকোচ টালাতে পারবে না।


পাথরের মত অটল অবিচলে সতত
    এগিয়ে চলো ঝান্ডা নিয়ে,
মানবে না কোন বাঁধা কোন সংকোচ
    ভীরের জাতি পিছন দ্বার দিয়ে পলায় না।