সন্তান বুঝতে চায় না (২০৩৪)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৮-০১-২০২৩
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
সকল  বাবা মায় সন্তানকে
কলিজা কেটে ভালোবাসে,
বুঝতে চায় না কোন সন্তান
তারা মনে মনে শুধু হাসে।


সন্তানের মুখ কালো দেখলে
বাবা-মায় জিজ্ঞেস করে,
মুখখানা তোর মলিন কেন?
মারছে নাকি কেউ তোরে।


সন্তানের মুখ শুকনো থাকিলে
জিজ্ঞেস করে ক্ষুধার কথা,
যতবার দেখে মুখ শুকানো
জানে সুখ দুঃখ যে যথা।


অসুস্থ হইলে জিজ্ঞেস করে
তোমার কষ্ট কোথায়?
বারে বারে হাত বুলায় মাথে
দোয়া করে কথায় কথায়।


তাদের নিয়ে মাথা ব্যথা নেই
শুধু বউয়ের সুখ চায়,
বউয়ের সকল বায়নাগুলো
থাকে পুরণের ধান্ধায়।