স্বপ্নের বুনা রাজবাড়ি (২০৪৩)
এম,এ,সালাম ( সুর ও ছন্দের কবি)
০৬-০২-২০২৩
----------------------------------------
একদিন মনে মনে স্বপ্ন বুনেছিলাম
আমার থাকার ঘরটি হবে পাকা মাটির,
খাটের পরে বিছানা হবে শীতল পাটির।
রুমের পাশে থাকবে একটি খাবার ঘর
রুমে সারি সারি থাকবে রঙ বেরঙের ছবি
সেই ছবি দেখে আঁকবো আমি কবিতা কবি।
ঘরের পিছনে থাকবে শানবাঁধানো পুকুর
ঠান্ডা পানিতে নামব দুজন গ্রীষ্মের ভরা দুপুর।
বাড়ির চারিপাশে থাকবে সবুজে শ্যামলে ভরা,
দুজন মিলে লাগাবো চতুর্পাশে ফলের চারা।
তাতে রাত হলে জোনাকিরা মিটিমিটি আলো দেবে
তুমি আকাশ থেকে চাঁদটা তুলে এনে আমায় দেবে।
আমরা পাশাপাশি বসব দু'জন দূর্বাঘাসের পরে
সেথায়  উঠবে ভালোবাসায় স্বপ্নের ভুবন গড়ে।
যত স্বপ্ন দেখেছি সে সব আশা হবে কি পূর্ণ?
সব স্বপ্ন রাখা যায় না জ্বালে আঁকড়ে ধরে,
কিছু কিছু স্বপ্ন জীবনে বেঁচে থেকেও যায় মরে।