স্বপ্নের ফেরিওয়ালা
  এম,এ,সালাম
  ১০-১২-২০২১
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
জীবন যেন এক নদীর স্রোত
এক অফুরন্ত খেলা ,
হাসি কান্নায় ভাসতে হবে
নয়ন জলে ভেলা।


চাওয়া পাওয়া যে বড়ই কঠিন
জীবনাঙ্কে সময় বয়ে,
ভালোমন্দের নাগরদোলায় যে
জীবন  যায় যে ক্ষয়ে  |


আমি যে স্বপ্নের ফেরিওয়ালা
যুদ্ধে চলছি নিরবধি,
সুখের আশায় ঘুরে বেড়াই
লক্ষপূরণ হয়  যদি।


এই রঙ্গশালার ঘাত প্রতিঘাত
তবুও পরিকল্পনা আছে,
যুদ্ধে হার না মানা লড়াই করছি
আমার স্বপ্ন নয় সে মিছে।


হায়!ফেরি করছি জীবন গড়ছি
কয়েক দিনের আশায়,
আমি লিলা খেলার শেষ সুফলটা
করছি কাহার নেশায়।