স্বপ্নের পিছে ছুটছি
  এম,এ,সালাম
   ২৬-০৯-২১
============
স্বপ্ন দেখেই জীবন চারণ
   ভুল পথে যে হাটা,
আঠেরোতে স্বপ্ন পূরণে
  বাড়াতে হয়  পা'টা।


স্বপ্ন গুলোর ইচ্ছেরা সব
    আস্তে আস্তে বাড়ে,
নিত্য নতুন বাধা বিপত্তি
  পথ গতিরোধ করে।


স্বপ্ন যদি আশ্বাসের হয়
    দেখায় মধুর মিষ্টি,
সেই স্বপ্নে থাকবে শুধু
   হায় হুতাশেত সৃষ্টি।


  সুজন যদি স্বপ্নের ফল
      হাতে ধরিয়ে দেয়,
তাতে আছে মিথ্যাভিনয়
     মনন যন্ত্রের ক্ষয়।


স্বপ্নের ব্যাধি ছুঁইয়ে যায়
   কোন মানুষের মন,
সেথা হতে ফিরে আসতে
   লাগে অনেক ক্ষন।