স্বপ্নের পদ্মাসেতু( ১৮১৫)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৫-০৬-২০২২
=================
স্বপ্নের পদ্মাসেতু স্বপ্নের মত জয়
শেখ হাসিনার একটি চমক সারা বাংলায় কয়।
এই পদ্মায় বয়ে চলে উথাল পাতাল ঢেউ
পদ্মাসেতু বাস্তবে দেখবো ভাবেনি-তো কেউ।
আজ নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু হলো
দক্ষিন বঙ্গের সাতাশ জেলা জয় বাংলা বলো।
দীর্ঘ দিনের লালিত স্বপ্ন এই পদ্মাসেতু
আজ তার শুভ উদ্ভোদন নেই কোন তার হেতু।
দুটি পাড় এক হলো রক্তের বন্ধুর মত
এই বন্ধনের ছেদ হবে না চেষ্টা করলেও শত।
স্বপ্নের মত পাড় হবে এপাড় থেকে ও পাড়
স্বপ্ন নয় সম্ভাবনায় খুলে যাবে আজ সকল দ্বার।
সেতুর কারনে দূরত্ব কমেছে দীর্ঘ পথ যাত্রার
বেড়েছে গুরুত্ব সময়ের সাথে,মানব জীবন যাত্রার।
বাস্তহারা বহু মানুষের ত্যাগ-তীতিক্ষার ফলে
বাংলার বুকে স্বপ্নের সেতুর বাস্তবে দেখা মেলে।
খুলে যাবে এবার, সকল সম্ভাবনার দুয়ার
দক্ষিণ বাংলায় হবেই হবে উন্নয়নের জোয়ার।
সেতুহীনে দক্ষিণ বাংলায় উন্নয়নে বহু বাঁধা ছিলো
"পদ্মাসেতু" র ছোঁয়ায় উন্নয়নের দুয়ার খুলে গেলো।
ইতিহাস হবে! ইতিহাসের পাতায় লেখা রবে
বরগুনাবাসী ভাবছে এবার কখন পায়ড়া সেতু হবে।
২৫শে জুন বাংলাদেশে স্বপ্নের সেতুর উদ্ভোধন হবে
বাংলাদেশের গৌরবান্বিত উন্নয়নের ইতিহাস লেখা রবে।
এই পদ্মায় চলবে দ্রুতযান,ট্রেন, আধুনিক সব গাড়ি
আমি গর্বিত গর্ব করে বলতে পারি বরগুনায় আমার বাড়ি।