স্বপ্ন আমার মরে গেল
          এম,এ,সালাম


বেঁচে থাকার স্বপ্ন চোঁখে-
           তবুও মনের মাঝে ভয়,
কখন যে আসবে চিঠি
           কখন চলে যেতে হয়।


চেয়েছিলাম নীর রচিব -
                   মনের মত করে,
বিধির কাছে বিধান আছে
                 যাবই নাকি মরে।  


সুন্দরী দেখে বিয়ে করি-
           ধরায় স্বর্গ রচিব বলে,
ওই বধুকে ছেড়ে ই নাকি
      একদিন যেতেই হবে চলে।


সম্পাদ গড়ি সন্তানের জন্য-
      সুখে থাকিবে নাকি ওরা,
চারদিকেতে সুখ দেখেছি
       নাসারন্দ্রে করছে ঘোরাফিরা।


অনাদিকাল বাঁচিব বলে-
        মনের কোনে ছিল আশা,
চরমপত্র পাইলেই নাকি
        ভেঙে যাবে সব আশা।


স্বপ্ন আমার কবর হবে,
         যদি আগে জানিতাম-
বিধির কাছে ক্ষমা চেয়ে,
              নতি স্বীকার করিতাম।