সর্বনাশ (২১৪২তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৬-০৫-২০২৩
**************************************
আমাদের এই গ্রাম খানা সাজানো ছোটো বড়ো ঘরে
সবুজ গাঁয়ে আঁকাবাঁকা মেঠো পথে গরু ছাগল চড়ে,
গাঁয়ের পথে সারি সারি গাছ গুলো পথের দুই ধারে
আম,জাম মাথা তুলে দাঁড়িয়ে রয় ছোটো বড়ো করে‌।


গ্রামে জালের মত ছড়িয়ে নদী খাল চলে এঁকে বেঁকে
গাঁয়ের জেলেরা মাছ ধরিতে নেমে পরে নদীর বুকে,
হাজারো চাষী ভাই চাষ করে  মনে শস্য লাভের আশ
বৈশাখের তপ্ত দাহে জ্বলে পুড়ে দেহ  হচ্ছে সর্বনাশ।


বৈশাখের প্রখর রোদে  মাঠ ঘাট সব যায় শুকিয়ে
খালবিলে  জল শুকিয়ে গাছপালা যায় নেতিয়ে,
মরণ জ্বালা সংসার করতে করবো নাগো বিয়ে
কিছু পুরুষ  নারীর মন বোঝে না হৃদয় খানা দিয়ে।