স্বর্গ মায়ের চরণতলে
   এম,এ,সালাম(সুর ও ছন্দের কবি)
    ২৯-০৭-২১
==================
মাকে আমি ভুলতে পারি না
পারি না আদর শাসন,
মা যে আমার অমূল্য ধন
মা যে মানিক রতন।


মায়ের কথা কেমনে ভুলি
জগত দেখালো যে জন,
আমার মায়ের মত এই ভুবন
আসে নি কেউ কখন।


পেটে রেখেছে দশমাস দশদিন
মা যে কত কষ্ট করে,
একটু অসুখ হলে মায়ে যে
রাখেন বুকে আগলে ধরে।


মা,না খেয়ে আমায় খাইয়ে
যেন সন্তান সুখে হাসে,
সতত মায়ের মুখের হাসিটা
যেন  হৃদ মাঝারে ভাসে।


সবাই যখন দূরে ফেলে দেয়
শুধু মায়ে কাছে টানে,
ওই সৃষ্টিকর্তার সকল গুন
দিছে  মায়ের  সনে।


প্রভুর পরে ওই মায়ের স্থান
বলেন কোরানে নিজে,
মায়ের মুখ দেখিলে পাবে পূন্য
যা না পাও কবুল হজ্জে।


জানিস মাতৃ দুগ্ধ স্বর্গ সুধা
এর মূল্যে নাহি মিলে,
মায়ের দোয়া যে স্বর্গতুল্য
যা বাড়ে তিলে তিলে।


মায়ের হাতে যে কত্ত যাদু?
আছে শান্তির ছায়া,
মা হাজার দুঃখ দেয় ভুলিয়ে
তার মধু মাখা মায়া।


যত ঔষধ পথ‍্য মাতৃ স্নেহ
মায়ের স্বর্গ চরণতলে,
মায়ের সেবা যত্নে মিলে সব
সকল ধর্ম-শাস্ত্র বলে।


বিদ্রঃ প্রিয় কবিগন এত্ত বৃষ্টি পড়ছে অঝর ধারায় সাথে প্রচন্ড বাতাস বইছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
মোবাইলের চার্জ ফুড়িয়ে গেছে, তাই মন্তব্য দিতে পারলাম না।