শরৎ সমাপ্তি (২২৬৪ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৬-০৯-২০২৩ ইং
************************
উষার বিজনে গাহিল ভ্রমর
পাপড়ি ঝরিলো তলে,
বিলের জলে শাপলা শালুক
সাদা,গোলাপি লালে।


শিউলি শোভায় সকাল বেলা
ভোরের ঢেউয়ের মত,
সবুজের সাথে  টলিল কামনা
আলোর উচ্চাস যত।


বকুলের ফুল ঝরে পড়ে তলে
ওই শিশাশ্রু বেদীমূলে,
চঞ্চল বালিকা ভরে ডালাটি
মালা গাঁথিবে বলে।


নদীর বাঁকে বক শালিক ঝাঁকে
ওই সাদা কাশের মাথে,
কিচির মিচির মিলন মেলায়
দখিনা সমীরণ তাতে।


পাখি উড়িয়া চলিল উজানে
ভাটির গাঙের তাড়া,
নিজ আলয়ে আসর মাতাবে
যার যার রবে তারা।


বিজলী মেয়ে আঁচল নেড়ে
তড়িৎ  বর্ষিল বারি,
গুরু তর্জনে গর্জনে ডাকিল
গম্ভীর স্বরসুরে ভারী।


শরৎ সকালের ইতি টানিয়া
স্মরি হেমন্তের শুভক্ষণ,
অখিলের বুকে বারিতে ভাসিল
শুধু অকাল বারিষন।