শরতের আভাস ---২ (২২৪৫ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৮-০৮-২০২৩ ইং
=======================
আজ বরগুনাতে শরতের শিশির
পরছে আলতো করে,
সবুজ শ্যামল গাছের ডালে
ঘুঘু ডাকছে কুহু করে।।।।


আলতো ঠান্ডা হাওয়ায় সাদামেঘ
হারিয়ে ফেলে তার গতি,
ধানের ক্ষেত আর ফুল বাগানে
উড়ে বেড়ায় প্রজাপতি।


যখন পাকা তালের মৌ মৌ গন্ধে
কত সুবাস আসে ভেসে?
সে সম বহুদূর হতে মাতাল  হয়ে
হাজারো অলি ছুটে আসে।


ওই সাত রঙের রঙধনু উদিত হয়
ওই নীল আকাশের গায়,
যেনো মেঘের রশ্মি রাঙিয়ে দেয়
মেঘের পালকের আল্পনায়।


ভোর বেলা ঘাসের মাথে শিশির বিন্দু
ঝলমলে পরশ দিয়ে যায়,
হাটতে গেলে ওই শীতল ছোঁয়ায়
আলতো করে লাগে পায়।


সূর্যের আলো বন্ধুর মত ছুঁইয়ে দিবে
প্রকৃতির সব সবুজের সাথে,
পাখ-পাখালি আনন্দে মেতে উঠবে
ওই হাজারো গাছের  মাথে।


শরৎ কত অপরুপ ষড় ঋতুর মাঝে
কত শত সৌন্দর্য নিয়ে আসে?
পৃথিবী তাই বিভিন্ন রঙে রাঙিয়ে দেয়
শরতের এই মধু মাসে।