শরতের হর্ষে (সনেট)(১৮৯১)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৭-০৯-২০২২
==================
ঋতু শরত ক্ষণে,কদম কেয়া বনে
কাশের শাখেই শ্বেত ফুলে মুখরিত,
মৌ মৌ সুবাসে সমীরণে ভ্রমর হেরি
উড়ে উড়ে প্রজাপতি করে ছুটাছুটি,
হর্ষে করে মাতামাতি কদম পরাগে।
ফুলের পাপড়ি মাথে কিশোর কিশোরী
খুশীতে লাফায় কদম কেয়ার গন্ধে
পবন মাতাল হেরি  প্রভাত সন্ধ্যায়।


আছে যত ফুলকলি প্রভাতেই ফুটে
বকুল নিশিতে ফুটে ঝরে পরে যায়,
প্রত্যুষে কুড়িয়ে ফুল ডালা ভরে লয়
গাঁথে মালা মন হর্ষে,বকুলের ঘ্রাণে
বিরহী হৃদয় হাতে প্যাচে ক্ষণ মালা
কাকেই করিবে দান বলে নাকো লাজে।


রচনা-নিজ বাসায় ২৮-০৮-২২ সন্ধা ৭.০০
মনসাতলী,বরগুনা সদর,বরগুনা