তুমি স্বপ্নগুলো নিয়েছে কেড়ে-
     শরতের মেঘলা বিকেলে,
নীল বেদনায়  মেঘলা মন,
   হঠাৎ অম্বরে উড়ে গেলে।


স্বপ্নগুলো কখনো ফিরে আসে-
     রঙিন প্রদীপ জ্বেলে,
কখনো বা হারিয়ে যায় বন্ধু
     পথের মাঝে একা ফেলে।


এক কাধি অভোলা কষ্ট-
ভাসিয়ে দাও নদীর জলে
কুড়িয়ে নাও সুখগুলো তুমি
এক কলসি কষ্টের বিনিময়ে।


অসীম প্রেম জাগ্রত  হয়-
      ক্ষুদ্র মনের ঘরে,
বাঁশির সুরে কষ্ট দিও না
     সময় অসময় অবলারে।


রোজ নিশীতে শুনিতে পাই-
   ভাঙ্গা  মনের আর্তনাদ,
অমানিশার ঘোর কেটে যায়
    নির্ঘুমে কেটে যায় রাত।


কত স্বপ্নের জ্বাল বুনেছি?
   অতীতের স্মৃতি ভুলে,
আঁধারের নেপথ্যে চারিদিকে
মৃত অনুভূতিরা  উঠে ফুলে।


কখনো অজানা ভাললাগায়-
   নীলাভ অনুভূতিরা জাগে,
সহস্র বছরের জমাট বাধা স্বপ্ন
    মনে থাকিয়া থাকিয়া জাগে ।


গোধুলীর আলো ছুঁয়ে যায়-
       একলা মনের ঘরে,
প্রশান্তিগুলো যেন   ছুঁয়ে যায়
     শূন্য দেহকে দেয় রাঙিয়ে৷