শরতের আভাস --১
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৭-০৮-২০২৩
***************************
শরতের আকাশে সোনার রবি
উঠলো আজই হেসে,
কাননে ফুটিল শিউলির ফুল
কত স্নিগ্ধ ভরা আবেশে।


শুধু আঁখি দুটি আজ মেলে দেখি
ওই দূর আকাশের পানে,
সাদা সাদা পেঁজা মেঘের ভেলা
সবাই যাচ্ছে যে ওইখানে।


বাতাসে হেলেদুলে ওই ফুলে ফুলে
সাদায় দুলছে যে কাশবন,
কান পেতে আজ শুনে দেখো না
সেখানে ভ্রমরের গুঞ্জন।


ওই দল দীঘিতে কত শাপলা শালুক?
আজ পদ্মফুল ফুটছে বিলে,
চলো না সেথায় ফুলে জড়িয়ে যাই
যেন আলিঙ্গনে সবে মিলে।


সেথায় বক পাখিরা ভীরছে জমে
শাপলা লতায় সারি সারি,
উল্লাসে বক কনেরা মেতে উঠছে
কখনও ফিরবে না যে বাড়ি।


দল দীঘিতে ঢেউয়ের তালে স্রোত
ভীরবে তীরে এসে যখন,
পানিকৌড়ি আর বক কনেদের
মিলন মেলা হয় তখন।