শোষণে পেষণে (২১৫৩ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৭-০৫-২০২৩
=================
জুলুমের হাতে শোষণ যন্ত্র
নাম তার যাঁতাকল,
হচ্ছে শাসন হইতেছে পেষন
প্রেষন যে অবিকল।


শিক্ষাকে পিষছে কুশিক্ষা দিয়ে
এটা নাকি আসল শিক্ষা,
ক্ষমতার প্রভাবে রক্তচক্ষু দিয়ে
সেলাম দাসত্বের দীক্ষা।


স্বার্থকে আজ পুঁজি করে দেয়
ওই প্রতিবাদের হাতে,
আজ আদর্শ ভেঙে চুরমার করে
স্বেচ্ছাচারিতায় পদঘাতে।


আজ সব চেতনা ভাংছে পেষণে
ক্ষুদ্র টুকরো টুকরো করে,
ওরা দয়া দাক্ষিন্যের ধার ধারে না
মুষ্টিমেয় ভিক্ষার তরে।


অনাবরত সেথায় হচ্ছে পেষণ
সব মূল্যেবোধ মানসিকতা,
মিথ্যার প্রভাবে ভেসেই চলছে
তলিয়ে যাচ্ছে সত্য সভ্যতা।


দেখছি সেই যাঁতাকলে পিষিতেছে
নতুন প্রজন্মের ভবিষ্যৎ,
যত স্বার্থন্বেষী লুটতারাজরা
গড়ছে নিজের নব প্রসাদ।


লাঞ্চিত বঞ্চিত  মানুষ গুলো আজ
দেখি ভয়ে তাদের ভীরে,
অধিকার বঞ্চিত বানবাসিদের মাঝে
শুধু লোক দেখানো চিড়ে।