সতত তোকে নিয়েই ভাবি
      এম এ সালাম
         ২৩-০৯-১৯


তোকে নিয়েই ভাবিরে কুসুম-
   সতত সকাল দুপুর রাত,
অনিলের মাঝে শুনতে পাই যে
   তোর সকল সুখের বাত।


সকাল বেলা ব্রেক ফাস্টে-
   তোর কথা মনে পড়ে,
তোকে রেখে একলা আমি
    নাস্তা খাই যে কেমন করে।


হাটা চলায় ওই কথা বলায়-
   তোকে নিয়েও ভাবি,
তোকে নিয়ে কোথাও যেতে চাইলে
    সঙ্গে তুই কি যাবি?


বাজার দেখে বায়না করলে-
  তোকে কিনে দিব সবই,
আইসক্রিম আর রসের মালাই
   যা খাইতে চাও খাওয়াবো সবই।


শেষ বিকেলের ঠান্ডা হাওয়ায়-
   মন চায় তোকে নিয়ে ঘুরি,
চৌমাথার ওই বৌ বাজারে
    খাওয়াবো চটপটি আর পুড়ি।


সন্ধার আগে যে যার মত-
    যাইব যে যার ঘরে,
এমন ঘোরা ঘুরির খবর
    জানবো যে ফোন করে।


বিছানায় গেলেই মনে পড়ে-
   তুই এখন কোথায়?
আমার এ মন যাইতে চায় যে
    যেথায় আছ সেথায়।


ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি-
    রাতে স্বপ্নের মাঝে বলি,
যে যার বাবা মায়ের কাছে
    মোদের ভালবাসার কথা বলি।