সৎসঙ্গ স্বর্গবাস (২২৩৫ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৮-০৮-২০২৩ ইং
****************************
মানুষ একটা মিথ্যা ঢাকতে তুমি
কেন হাজারো মিথ্যা বলো?
এই মিথ্যা তোমাকে ধ্বংস করবে
তার চেয়ে সত্যের পথে চলো।


মিথ্যার পরিণতি ভালো নয়রে
তুমি  যাইবে  আস্তা কুঁড়ে,
মিথ্যার কারিসমায় পরে গেলে
তুমি বিশ্বস্ত হতে যাবে দূরে।


মিথ্যা বলে পাপের বোঝা ভারী
করলে নরক পথের যাত্রী,
মিথ্যার কারণে কেউ কষ্ট পেলে
কবর হবে অন্ধকার রাত্রী।


মিথ্যাকে তুমি ছেড়ে দিয়ে সত্য
নিয়ে কর না ছল-চাতুরী,
মন যাদের আজ সত্য সুন্দর
সে করতে পারেনা জোচ্চুরী।


মানুষ মিথ্যার কাছে হেরে গেলে
সুন্দর জীবন বিফল হবে,
সারা জীবনের সব সাধন ভজন
নিস্ফল সব বিফলে যাবে।


মিথ্যার পরিণাম উইপোকার মত
জীবন খাবে কুড়ে কুড়ে,
মিথ্যায় তোমার সব খেয়ে ফেলবে
ধর্ম থেকে রাখবে দূরে।


মহান প্রভু যে সত্য সুন্দর অমর
মিথ্যার জয় সতত অসার,
মিথ্যা তোমার ভালো কাজ খাবে
সত্য অক্ষয় অব্যায় অমর।