সত্যের জয় (১৯৮৩)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৮-১২-২০২২
=================
মিথ্যুকের ওই মিথ্যা চর্চায়
ছেঁয়ে গেছে এই ধরা,
মানুষের মনে ভরে গেছে যে
কঠিন পাপের জরা।


গুরুজনকে করে না সম্মান
লক্ষ্য করেছি তবে,
সত্য  কাঁদছে পথে  ঘাটেতে
সত্যের জয় যে হবে।


সমাজে শত্রুর খুব ছড়াছড়ি
মিত্রতার নেই  খোঁজ,
সত্য পরছে মিথ্যার চাপায়
মিথ্যাই চলে হররোজ।


মিথ্যার হাসি সবার মাঝে
সত্য গুমরে কাঁদে,
মিথ্যা মায়ায় জড়িয়ে সবে
সত্য পড়েছে ফাঁদে।


যতই বাজুক মিথ্যার ডঙ্কা
সত্য বাজবে ভেরি,
দিনের মত সত্যের মশাল
জ্বলবে তাড়াতাড়ি।


সৌর্য বীর্যের মানুষের দল
একটু  উঠো জেগে,
মিথ্যার বিরুদ্ধে জয়ের ধ্বনি
বাজাও কঠিন বেগে।