সত্য গোপন (২১৪৯ তম)
এম,এ,সালাম ( সুর ও ছন্দের কবি)
২৩-০৫-২০২৩
================  
মানুষ সত্য গোপন করতে চায়!
স্বার্থ রক্ষা করার জন্য,
মনে করছো তুমি লাভবান হবে
তুমি হবে জগতের ধন্য।


মানুষ একটু ভেবে দেখলে না যে
কেন মিথ্যা ধামাচাপা দিছো?
মানুষের সম্মুখে কেমন করে তুমি
অহরোহ মিথ্যা বলেই গেছো।


মিথ্যার প্রতিবাদ করছে মানুষ
তখন লজ্জায় মুখ লুকাও,
তারপরও তুমি মিথ্যা বলতেছো
শুধু মনের স্বার্থ চুকাও।


ভেবেছো মৃত্যু তোমার সন্নিকটে
শুধু হাত ছানিতে ডাকছে,
তুমি সেদিক থেকে দৃষ্টি ফিরিয়ে
কোন দিকে মন রাখছে?


কেমনে নিজের স্বার্থ রক্ষার জন্য
বাবার সম্মান দেও বিসর্জন,
লেখাপড়া করে সমাজের পতিতে
কেমন চরিত্র করেছো অর্জন।


সত্য গোপনের বিষয় সম্পত্তি কি?
তোমার ওই কবরে যাইবে,
যে কোন সত্য গোপন করে তুমি
অন্তরে পরকালে সুখ পাইবে।