সত্য কথা (২০৬১)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৪-০২-২০২৩
====================
সত্য সুন্দর কথা খাঁটি অতি
যাতে নেই যে কোন খাদ,
সত্যের বানী আলো ছড়ায়
ছড়ায় ওই আকাশে চাঁদ।


সত্য সঠিক কথা মিষ্টি অতি
তাতে নেই যে কোন খাদ,
সবার সামনে প্রকাশ করতে
মনে বাঁধবে না যে  বাঁধ।


দিনের আলোর মত সত্য কথা
নির্ভয়ে বলতে পারি সবে,
মিথ্যা কথা সাজিয়ে বলতেই
কে কতজন পারছে ভবে?


সত্য কথা হাজারো ভীরেতে
সাহস নিয়ে বলা যায়,
মিথ্যা কথা প্রচার করতে ই
মনে লাগে যেন ভয়।


মিথ্যা কথা পাপের মাতা যে
বললে বোঝা বাড়ে,
মিথ্যা কথার বিচার হবে যে
পাপে ছাড়ে না কারে।