সত্য মিথ্যার নিক্তি(২০৩০)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৪-০১-২০২৩
🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
মুখ উঁচিয়ে মিথ্যা বলে
মনে মনে শান্তি পায়,
খাবার তরে স্বার্থের তরে
মিথ্যা সুরে বলে যায়।


মিথ্যা নাটক মিথ্যা ঘটায়
মিথ্যা বলে সব খানে,
মিথ্যা বলে বড়লোক হবে
ফালতু বলে সবেজানে।


হাজার মিথ্যা পাশে রেখে
সত্য যখন অটল থাকে,
সকল মিথ্যা চুরমার করে
মিথ্যা কৌশল  পরে থাকে।


সত্য মিথ্যার দাবা খেলা যে
এই দুনিয়ায় পরে থাকে,
সব সময় সত্যবাদী লোক
প্রভুর কাছে ঠাঁই পাবে।


সাময়িক সুখ পাবার জন্য
মিথ্যার আশ্রায় নিও না,
মিথ্যা কথার বিচার হবে
পার পেয়ে যে যাবে না।