সত্য সুরের কথন(১৯০৫)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২১-০৯-২০২২
=================
রাতে কেন সূর্য দেখি না?
সেতো আকাশ পানে?
জোয়ার কেন আসে বলো?
মধুর প্রেমের গানে?


নারীরা কেন নরকে চায়?
পুরুষ কেন চায় নারী?
এই  প্রশ্নে আমি যে  বন্ধু
যাই যে সতত হারি।


কোকিল ডাকে বসন্তকালে
মন কেন যায় জ্বলে?
সব কিছু হায় বিধির খেলা
প্রেমের ছবি বলে।


আকাশ পানে মেঘের হুঙ্কার
জমিনে পড়ে কেন শীল?
ছুঁইতে যদি পারিতাম আকাশ
মনটা হতো যে নীল।


ফুলের রেনু কেন গন্ধ বিলায়?
হৃদটা কেন নেয় কেড়ে?
মানুষের কিছুগুন সুনম ছড়ায়
সেই মানুষ যায় ছেড়ে।


নারীর হাসিতে পাগল হয়ে
এই সুন্দর বিশ্ব ভুলায়,
হায়!সেই নারীর নখের থাবায়
সংসারটা যায় চুলায়।


বিপরীত লিঙ্গের প্রতি পাগল
কেন প্রেমের মোহে পড়ে?
সব সত্য কথন হয় যে অলিক
পড়ে নিজস্বার্থের ডোড়ে।


বিয়ের পরেও নারীরা কেন?
পিত্রালয়ের প্রতি টান,
স্বামী যে স্ত্রীর সবচেয়ে প্রিয়
আছে ভালোবাসার টান।