শৈশবের খেলা
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৭-০২-২২
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°^^^^
এই মন বলে যায় আবার ফিরি
সেই মধুর বাল্যকালে,
প্রতিযোগিতায় গোসল করতাম
পুকুর নদী ও খালে।

ডান্ডি লাঠির খেলা করতাম
পিছের খোলা মাঠে,
আবদার করে ঘুরতে যেতাম
ওই যে নলীর হাটে।

রঙের শরবত, মুড়ির মোয়া
সন্দেশ একখান খেয়ে,
খুশী হতাম কিনে আনতাম
অতি অল্পদামে পেয়ে।

বিকাল হলে খেলার ছলে
ছেলে মেয়ে সব মিলে,
কানামাছি,হা-ডু -ডু খেলতাম
কি মজা পেতাম দিলে।



জ্যোৎস্না রাতে সবার সাথে
কানামাছি খেলা;
ঝরের দিনে আম কুড়াতে
শান্তি ছিল মেলা।

বর্ষাকালে ঘরের চালে
বৃষ্টি পড়ার শব্দ
পৃথিবীর সব গানের সুরই
করে দিতো জব্দ।

শীতের দিনে আলু ক্ষেতে
আলু পুড়ে খাওয়া
কি যে মজা! সে আনন্দ
যায় না এখন পাওয়া।

সুপারি গাছের ডালে তৈরি
মেঠোপথের গাড়ি,
হরেক রকম গাড়ি দেখে
ভুলতে কি তা পারি?

গায়ের মেলায় ধাক্কা ঠেলায়
পড়ে যেতাম পথে,
মন চাহে মোর আবার গায়ের
ছোট্ট ছেলে হতে।

মন চাহে মোর পাখি হয়ে
ঘুরি গাছের ডালে,
কি আনন্দে গোসল করতাম
নদী-পুকুর-খালে!