স্মৃতির ওয়াল থেকে
        এম,এ,সালাম
          ১৫-০৪-২০


ললনা তুমি ভুল বুঝে দেশান্তরি হলে
পিছনে পিছে গাঁয়ের লোকে কত কথা বলে।
নানা কথা নানা যাতনা বুকে নিয়ে,
মনের কষ্টে চলে গেলে কি দোষ দিয়ে?
আমাকে যে ভাল বেসেছো জীবন দিয়ে
যার কারণে তোমার জীবন গেছে শূন্য হয়ে।
দিনের পর দিন শয়েছো কত নির্যাতন-
মা-বাবা বুঝে নি যে তোমার অভোলা মন।
যেদিন নজরে পরেছো মা-বাবার চোঁখে।
সেদিন থেকে তোমায় রেখেছে দেখে দেখে।
মনে পড়ে সেই স্মৃতি বকুল গাছের নিচে-
ভাবের  গল্প সব আজ হয়ে গেছে মিছে।
ডাব খেয়েই ক্ষান্ত হওনি,খেয়েছো মায়ের ঠাপ-
সে অপরাধ এই ধরণী করবে নাকি মাফ।
ভুল বুঝে তুমি রাগ করেছো  আমার সাথে কেন?
আমি যে কেমন ছিলাম তাহা ভাল করে জানো।