শ্রমিকের ঘামের ফসল(১৯০৭)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৩-০৯-২০২২
==================
এ পৃথিবীর কর্ম দেখে বিস্মিত হই
পৃথিবী কেমন স্বার্থপর ভাই,
গরীব দুঃখীদের হৃদয়ের আর্তনাদ
শোনার মত যে কেউ নাই।


ধরায় বড় বড় যত অট্টালিকা সব
গড়ে উঠছে একের পর এক,
নগর সভ্যতার যত বিকাশ সাধন
ওদের পরিশ্রেমেই চেয়ে দেখ।


যাদের কষ্টের দ্বারা ফসল ফলে
সবার খাবার জুটে মুখে,
আমরা তাদের খোঁজ রাখি  না
তাহারা কষ্টে নাকি সুখে?


যাদের হাতের ছোঁয়ার শিল্প বাঁচে
হয় ধনকুবের শিল্পপতি,
আজ পায় কি তারা ন্যায্য অধিকার?
তাদের হচ্ছে কতটুকু উন্নতি।


দেশ দারিদ্রের দুষ্টচক্রে শীকলবন্দী
ঘুরে নি তাদের ভাগ্যের চাকা,
রোদে বৃষ্টিতে  ঘাম ঝরিয়ে বাঁচেপ্রাণ
আজ তাদের পকেট ফাঁকা।


তুমি কতটুকু দিলে ওদের  সম্মান
বরং আজ তুমি শিল্পপতি,
কতটুকু তোমরা  মাথা ঘামিয়েছো?
ওদের পরিশ্রেমের গতি।


বাঁচা মরার লড়ায়ে পিছিয়ে যারা
সামনের কর্মকে করে ভয়,
ওই মানবিক সাহায্যের হাত বাড়ালে
ওদের কর্মের হবে যে জয়।