সু-আলাপন
এম,এ,সালাম
০১-০৪-২১


নীরব থাকাই দুর্বলতা
  সবাই এটাই ভাবি,
ধৈর্য্য ধরে নীরব থাকা
  শান্তি সুখের চাবি।


বেশি কথায় ভুল হয় যে
বিপদ চলে আসে,
স্বল্পভাষী লোক গুলোকে
সবাই ভালোবাসে।


হাসি মসকারা ভুল বুঝিলে
মনের ঐক্য ছিড়ে,
সুখ পাখিটা ভীরবে গিয়ে
দুঃখ নদীর তীরে।


সমাজে বেশি কথা অপছন্দ
যাতে অস্তিত্বটা হারায়,
আচরণটা ভাল করলে
সুনাম খ্যাতি ছড়ায়।


ঝৈ ঝামেলা  হয় না তেমন
অল্প কথা যে বলে
সবার সাথে সুন্দর মনে
মিলেমিশে যে চলে।