শুধু দোষী হলাম (১৮৬০)
এম,এ,সালাম (সুর ও ছন্দের  কবি)
০৭-০৮-২০২২
দোষ না করেও দোষী হলাম
উপকার করতে গিয়ে,
যার পরির্রতে অপবাদ দিলো
ওই ঘরের  সব মিলে।


কাহারো ভালোর জন্য  কখনও
যদি তুমি এগিয়ে যাও,
ধরে নিবে তুমি এই উপকারে
একদিন ধিক্কার পাবে ফাও।


ভালোর জন্য কিছু বললেও
দেখবে চোঁখে মন্দ,
এই সমজের চোঁখগুলো আজ
চলন বাঁকায় অন্ধ।


মন যে তোদের সু্যোগ সন্ধানী
কর্মের মাঝেই বুঝা যায়,
না বুঝে আজ দোষ চাপালি
সব দোষীহীনদের মাথায়।


উপকারের হিসেব নিকেশ কর
যোগ বিয়োগ ভাগ গুনে,
কেমনে হলো যে মন বিপরীত?
অপরের কুটকথটা শুনে।


সমাজের মানুষ যে যা করছে
সব নিজের স্বার্থের জন্য,
আমার মনটা তোদের সম নয়
তাই নিজেই আমি ধন্য।