শুধু তুই তুই করে (২০৩৮)
এম,এ,সালাম(সুর ও ছন্দের কবি)
০১-০২-২০২৩
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
হারিয়ে যাচ্ছে শৈশব গুলো
হারিয়ে যাচ্ছে তুই,
খুব কাছের তুই শব্দটা আজ
বড় মিস করি মুই।


মন থেকে পাশে কত আছে?
তুই বলার অধিকার,
খুঁজেছি অনেক ভেবেছি বেশি
নিক্তি নেই মাপার।


সে  সময় শুধু ঘুরঘুর করছে
প্রিয় তুই আর তুই,
তুই শব্দ কাছে পেতে চাইলে
বালিশের কাছে সুই।


তুই  বাক্যের এই মানুষগুলো
রোজ রোজ কমে যাচ্ছে,
অতীত দিনের তুই বলা আজ
কুড়ে কুড়ে মোরে খাচ্ছে।


মধুর রবের তুই শব্দটি এখন
কেউ যদি ভুলে বলে,
পুরাণো স্মৃতি মনে পরে যায়
আবেগে চোখ ভরে জলে।


বিঁনে সুতায় বাঁধা তুই শব্দটি
আজও ভুলতে পারি না,
চলা বলার পথে অনেক পেয়েছি
এর স্বাদ ছাড়তে পারি না।