সুইসাইড
     এম,এ,সালাম
         ২৫-০৯-২০


চলে যাব ওই  সুদূরে
রক্তের বন্ধন ছিঁড়ে,
সন্নিকটে কোন একদিন
কষ্ট দুঃখের নীড়ে।


বেঁচে থেকে আর লাভ কিরে?
সতত স্বার্থ নিয়ে ছুটে,
যেথায় সবে টাকার জন্য
মানুষের মান-সম্মান টুটে।


এই ধরাতে বাঁচারই সাধ
থমকে থাকে কর্ম,
কোথাও খুঁজে পাই নি যখন
ওই বেঁচে থাকার ধর্ম।


শত চেষ্টায়ও ব্যর্থ হই রে
ওই যোমের কাছে গিয়ে,
মান ইজ্জত যদি না থাকে গো
হবে কি জীবন দিয়ে।


কাদের জন্য কেন আমি
জীবন বিলিয়ে দিব,
স্মৃতির ফলক থাকলে পরে
সবাই স্মরণ করে নিব।


ভালবাসা আজ বিচারন করে
স্বার্থে মুখের কোণে,
মন বাগানের ভালবাস আজ
পরে রইছে দূর বনে।


এ টু জেটে ভেবে দেখেছি
খুঁজে নেই নিজ সত্ত্বা,
ধরায় মাঝে সুখ নেই রে
খুঁজে নেই আত্মহত্যা।