বর্ষা নিয়ে এসোছো বুঝি তুমি-
    বৃষ্টি ভেজা পথে,
মন ছুঁয়ে যায় তোমায় দেখে,
    আচমকা এই পথে।
আশার বসতি মেতে উঠেছে-
   মেঘ দেখে আকাশে,
নিস্তর বুঝি পেয়েই যাব,
   মুষলধারা বৃষ্টি হতে।
আকাশের নিচে আমি যে একা-
   সাথী আমার তুমি,
তুমি ছাড়া বৃষ্টি ভেজা পথে,
   কেউ নেই আমার জানি।
দমকা হাওয়ায় উড়িয়ে চলছো-
    আমার নাগাল হতে,
এই মুহুর্তে ছুঁয়ে যেতে চায়,
    কাছে পাবার আশে।
রাগ কর নি অভিমান করেছো-
   অবুঝ মনের সাথে,
বিপদ কালে কাছে না পেলে,
    অভিমানের কি আছে।
একটু যদি কাছে আসরে ভাই-
    মনের তৃপ্তি মিটিয়ে দিতে,
আদর করে রাখব তোমায়,
    অচেনা মনের কুটিরে।
ধরার আশায় মেতে উঠেছে-
    একটু ছুঁয়ে যাও,
এই বৃষ্টির মাঝে একটি প্রশান্তির,
   শান্তি বুলিয়ে দাও।
ওই নীল আকাশটা চেয়ে আছে-
    তোমার আশার দিকে,
মান অভিমান কর তোমরা,
    নাটকের এই মঞ্চে।
মন ছুঁয়ে যায় মন খুজে পাই-
  ভালবাসার তরে,
আড়াল হতে মেঘ কনেরা,
    হাসে বারে বারে।
এই ছোঁয়ার মাঝে কত যে তৃপ্তি-
     ছুঁই ছুঁই মনে চায়,
দমকা হাওয়ায় আমার এ মন-
    নিস্তেজ হয়ে যায়।
এই অবেলাতে এসে দাওনা গো-
   আমায় একটু প্রশান্তি,
শান্তির বীজ রোপন করে যাই,
   ছুঁয়ে যাওয়ার অভিব্যক্তি।