সুখের ঠিকানা(১৮২৪)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৩-০৭-২০২২
===================
টাকার পিছে ছুটছে মানুষ
সকল সময় ভাই,
তার জীবনে সুখের নাগাল
পায়না দেখা তাই।


টাকার নেশা দারুন নেশা
বৃথাই পিছনে ছুটে,
টাকা পাইতে শ্রম লাগে
সকল নেশা টুটে।


শাক ভাতে তুষ্ট  যাহারা
তারাই সুখী হয়,
মনের সুখে ঘুমিয়ে পড়ে
থাকে না যে ভয়।


মাটির ঘরে থাকতে আরাম
হৃদয় পুড়ে সুখ,
অল্প পেলে খুশির বানে
পায়না কভু দুঃখ।


রঙ মহলের বসত ভিটা
দেয় না কভু সুখ,
আল্লাহর প্রতি থাকলে মন
পায়না কেহ দুঃখ।