শুকনো ড্রাইকেক
     এম এ সালাম
          ২৫-০৯-১৯


চত্তিরের উষ্ণময় তাপে চারিদিক -
  ধুঁ ধুঁ করছে সূর্যের ঝলকানিতে,
বসন্ত বিদায়ের পালা, মাঠ ঘাট চৌচির
কোকিল ডাকছে শিমুল পলাশের ডালে।


একাকি খোলামাঠে ছত্র বিহিন পথচলা-
তৃষ্ণায় ছাতি ফেটে জলের আকুতি-
   সারি সারি বটবৃক্ষের আবেদন,
লোকালয় চোখের দু'নজরে আসছেনা
জীবন যুদ্ধে নেমেছি হেরে যেতে চাইনা।


এমন সময় রন্ধ্রে এলো কোকিলের কুহুতান-
আশার সঞ্চারে ছাতিটা প্রশান্তিময়,
পাদুকা উত্তাপ্তে আগুনের ফুল্কি ঝড়ছে
দু'দন্ড শান্তি পাব নাটরের বনতার মত।


প্রখরে ঘাম ঝড়ছে উত্তাপ্ত শরীর -
  সারা বদন পুড়ে কাজল কালো,
মঞ্জিল নজরে পরতেই আশার সঞ্চার
ঘনকালো মেঘে ছেয়ে গেছে উত্তরের নীল অম্বর।


মঞ্জিলে  প্রবেশেই সুললিত কণ্ঠে ডাকছে-
হয়তো কোন সুভাষীনি নারীর মত,
কাছে আসতেই কবি বলে জড়িয়ে ধরে
তখনও সারা চোখে রোদ্দুরের ঝলকানি।


চেয়ে দেখি আমাদের জুয়েল রানা-
হাস্যোজ্জল পিরাপিড়িতে বসলাম,
মনের আবেদন ঠাণ্ডা পানী হয়তো দিবে
হস্তে একগ্লাস পানি ক'পিচ শুকনো ড্রাইকেক।


রচনার কালঃ- ০৫-০৪-১৮
                  নিজ বাড়ী
                    বরগুনা।