শূন্য এ জীবন
এম,এ, সালাম
   ১৭-০৯-২০


কি যেন হারিয়েছি এ ভব মাঝে?
তাইতো মনের মাঝে শূন্যতা  বাজে।
এত আশা, এত প্রেম ভালবাসা  সবই
স্বার্থ ফুড়িয়ে গেলে দূরে যাবে সবই।
স্বজনকে ফাঁকি দিয়ে এক এক করে
শূন্য করে চলে যাবে অনেক দূরে।
এক ঝুড়ি লাঞ্চনা,বঞ্চনার জাহাজ
সব ঠেলে মাথে দিয়ে চলে যাবে আজ।
পরে রবে সবকিছু চলে যাবে একা
জগতের মাঝ আজ আমি বড় বোকা।
মামলার আদালতে দেখা হতে পারে
ব্যস্ততায় সেদিন চিনিবে না কেউ কারে।
এই আশাই পরে রইলাম শূন্য হাতে
আলোকময়  এ জীবন হবে কেল্লাফতে।