এমন একটা জীবন পেলাম-
    কেহ ইহার মূল্য নাহি দেয়,
আমি সারা জীবন যুদ্ধ করেই
      জীবন করেছি ক্ষয়।


জীবন তিলে-তিলে শয়ে-শয়ে-
     একটু সুখ পাবার তরে,
কাজ করেছি গায়ে পড়িয়া
      দিবানিশি রোদ-বৃষ্টি ঝড়ে।


জীবন প্রদীপ নিভু নিভু-
     তৈল ফুঁড়িয়ে গেছে,
চোখ বুঝিলে হাওয়াই জীবন
     সব কিছু মোর মিছে।


দিনের শেষে হিসেব কষে-
   জীবন খাতায় শূন্য পেলাম,
ভেবে দেখেছি ওই পাড়ে তে
   আয়ু শেষে কি নিয়ে গেলাম।


কোন পথে তে যাওয়া যাবে-
    একটু উপয় বল না,
হাছা মিছার রঙিন ভেলায়
     কি নিয়ে হলেম রওয়ানা।