শুয়োরের বদোভ্যাস(২০১৯)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৩-০১-২০২৩
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
তোমাদের কলমে লিখে চলছো
মৃত্যুর জারি করা পরয়োনা,
সদা আমার কলম চালাই,
স্বৈরাচির ক্ষমতার সমাধিখানা৷


গোপন বৈঠক খানায় প্রতিদিন লিখো
ওই আর্ত মানবতার বর্নমালা,
ক্ষুধার্তদের জন্য তৈরি করো কুমন্ত্রনা
আর আমি সতত আঁকি মুক্তির কবিতা
যেখানে উল্লেখ লক্ষ কোটি মানুষের মুক্তি
যদি না করো ভক্তি স্বর্ণমালা।


ভেবে দেখেছি তোমার চলে শোষনের চাবুক
সতত চালিয়ে দাও অত্যাচারের স্ট্রীমরোলার,
অসহায় ইয়াতিম দুঃস্তের বুকে
আঘাত হানতে ভীষন মজা লাগে,
সেখানে আমার কলম গর্জে উঠে
তখন তোমরা থাকো না সতত সুখে।


শুয়োরের দলের এই অসভ্য বর্বরতা,
আমার  লিপিতে খচিত  হয়,
তোমাদের চরিত্র ফুটিয়ে তোলা কলমের কাজ
যাতে মানব জগতের মন ভরে যায়,
আমার সুরের মুক্তির লেখা গান,
ওদের চোখে আমার লিখা মুক্তির নেশা পায়।


সারা বিশ্ববাসীকে মন দিয়ে ভালোবেসে যাই
আমি একই ভাবে তোমাদের ভালোবাসি,
শুধু ভালোবাসি না নীতিহীনতার লোভতুরকে
আমি ভালোবাসি না ওই শুয়োরের দলকে
ভালোবাসিনা বে-আইনি নীতিহীন বিচারকে,
আমি ঘৃনা করি তোমাদের যুদ্ধের রণাঙ্গনকে,
মানুষের রক্ত নিয়ে যারা তামাসা করে
এবং তোমারের রণোতরীর ভেলা৷


আমি ভালোবাসি না তোমাদের  কুরুচিপুর্ণ অর্থকে
ভালোবাসে না বিশ্বের অধিকাংশ মানুষে,
তোমাদের হাজার লক্ষকোটি ডলারকে
যারা দুঃখে থাকে কষ্টে থাকে উপস থাকে না
খেয়ে রাস্তার উপর পরে থাকলেও  খোঁজ নেয়না
ওই শুয়োরের বন্ধ থাকা চোখের নজরকে।


তোমরা নারী নামক ললোনীকে ভালোবাসো,
আমি ও আমার মন দিয়ে ভালোবাসি ,
পৃথিবীর সকল পুরুষ ভালোবাসে নারীকে,
কিন্তু আমি আমরা সেই নারীকে ভালোবেসে যাই।


তোমরা ক্ষমতার মোহ অহংকারে অন্ধ হয়ে
নারীকে গুলি করে হত্যা করো পাখির মত,
সুন্দরীদের সভ্রম কেড়ে নেও ধর্ষণ করে ঠাট্টায়
সে বিচার রাষ্ট্রের নায়কেরা করে নি কোনদিন।
অধিকার কেড়ে মসনদের লোভ যদি থাকে অন্তরে তবে
ঘৃনা করি ওই অমানুষ নরপশুদের,যদিও তারা মানুষ।
মানুষ তাকে বলে যারা পৃথিবীকে ভালোবাসে,
যারা সৃষ্টিকে সৃষ্টি জীবকে ভালোবাসে,
মুক্ত সুন্দর সমাজ মুক্ত পৃথিবী যারা উপহার দেয়৷