ত্যাগের মহিমা
    এম এ সালাম
        ০৮-০৮-১৯


মনোমাঝের পশুত্বভাব পরিহার কর আগে-
তারপরে কোরবানী কর এক-সাত ভাগে।


রক্তমাংস খাবে নাকো খাবে শুধু মন-
সেই ভাবে ত্যাগ কর তোমার আপন প্রাণ।


অনাহারীর মুখে দাও দু'টুকরো গোস্ত-
ক্ষুধার্থ শান্তি পাবে, খুশী হবে গরীব দুঃস্থ।


কোরবানী করে তিনের এক কর তুমি দান-
আল্লাহতালা খুশী হবে, দান করিবে যখন।


আত্মীয়দের খুশীর জন্য কোরবানী নয়-
মুমিন,আল্লাহকে খুশীর জন্য কোরবানী হয়।


কোরবানী করার পড়ে রক্ত মাংস সব-
রাজি খুশী হলে আল্লাহ জমা হবে সব।