প্রেম ভালবাসা স্বার্থে হয় না-
     হয় ত্যাগের বিনিময়ে,
ভালবাসা যদি করিতে চাও
    স্বার্থ ঠেলে দাও দূরে।


প্রেমভালবাসা শুধু মনেরই রঙ-
     কিভাবে লাগাতে চাও,
ডং দিয়ে রঙ লাগিয়ে দিলে
     হবে অভিনয়ের খল।


টাকা দিয়ে শুধু প্রেমভালবাসা
       ক্রয় করে নিতে পার,
মন যদি কিনিতে চাও কেহ
   মনের কাছে মন বিক্রি কর।


মন চিনিতে হইলে বাপু-
     মন থাকিতে হবে,
এই মন কিন্তু দাড়ি পাল্লায়
    ওজন  নাহি হবে।


মনের বাজার চিনিতে হইলে-
      ত্যাগের বাজারে যাও,
ত্যাগের বিনিময়ের মাধ্যমে
   একটি মন কিনে নিয়ে আও।


একটু দেয়ান করিলেই বাপু-
     মন দেখিতে পাবে,
ভালবাসা দিয়ে ভালবাসাকে
     কিনিয়ে নিয়ে যাবে।


আমার আমার ছেড়ে দিয়ে-
     অপর অপর ধর,
নিজের স্বার্থ ত্যাগ করিয়া
      প্রেমে বিলাতে পার।