ত্যাগি একটা মন চাই
     এম এ সালাম


মন খুজিলাম ভালবাসব বলে-
  কোথাও পাইনা ত্যাগি মন,
যাকেই ভালবাসি  সে কেন রে
    দুঃখ-কষ্ট  দেয় সারাক্ষন।


বিশ্বাস যাকে করি সে কেন?
    আমায় করে অবিশ্বাস,
ত্যাগি মন হলে ছলনা করে না
      দেহে থাকিতে নিঃশ্বাস।


মনের সাথে মন না মিলিলে-
    ভালবাসাই যে নিরার্থক,
ত্যাগি একটা মন পাইলেই
    এই জীবনটা হইত স্বাদ র্থক।


কোথায় গেলে ত্যাগি মন পাব-
   যদি সে পথ খুজে পেতাম,
শত প্রতিকুলতার মাঝেও
    সেথায় স্বশরীরে চলে যেতাম।


ত্যাগি একটা মন পেতে চাই-
     যে সতত সময় দিতে পারে,
নিজের স্বার্থ ত্যাগ করিয়া
     আজীবন ভালবাসিব তারে।