টাকার আকর্ষণ (২৪৭৫ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৪-০৪-২০২৪ ইং=====
=================
টাকার কোন রূপ রস চেহারা
নেই কোনো সুবাদের গন্ধ,
আকর্ষণ চুম্বকের থেকেও তীব্র
তাকে পেতে হয় কত দ্বন্দ্ব।


টাকা লাভের দুটো পথ সৎ অসৎ
সৎ পথে পেতে ঝরাতে হয় ঘাম,
অসৎ পথে সহজেই পাওয়া যায়
বর্তমান সমাজে টাকার বড় দাম।


কারো গৃহে টাকা উড়ছে পাতার মত
কারো সিন্ধুকে গোছা গোছা রাখা,
কেউ কেউ কলুর বলদের মত খাটে
তবুও তাদের থাকে পকেট ফাঁকা।


টাকার ভিতর আছে অদ্ভুত এক যাদু
থাকলে অসম্ভব সম্ভব হয়ে যায়,
অনেকে টাকা পাওয়ার তীব্র আকর্ষণ
অনেকে করে বিনা দ্বিধায় অপচয়।


টাকার গরমে ক্ষমতা বাষ্পের মত উড়ে
অধিক ভারী হলে ঝরে বিলীন হয়,
অসৎ আয়ে টাকার মর্যাদা তাদের নাই
অভাবের তাড়নায় শ্রমে ছুটে তায়।