তাল দিবে, মিঠা দিবে না (২৩৯৯ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৯-০১-২০২৩ ইং তা
=====================
তাল দেওয়ার লোকের অভাব
এই সমাজে বহু আছে,
মিঠা দেওয়ার সময়  আসিলে
কৌশলে থাকে পাছে।


এই নগ্ন সমাজে পা নাই যাহার
তাকে বলে লাথি মার,
টাকা নেই যার তাকে বলতেছে
আমার আছে পাহাড়।


যে বুদ্ধি দেয় সে  টাকা দেয় না
মুখে প্রলাপের বুলি দেয়,
সে বাঘ মারতে পহলান পাঠায়
কার্তুজের হিসাব নেয়।


দোস্ত বাড়ির খাদিমে অভিজ্ঞ
নিজের বাড়িতে অনবিজ্ঞ,
আত্মীয়দের দেয় ইচ্ছে মতন
বলে বেড়ায় সে নাকি বিজ্ঞ।